মাথাভাঙায় একবার নেওয়া নমুনার দুই রকম রিপোর্ট, বিভ্রান্তির শিকারে ক্ষোভ

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা টেস্ট নিয়ে বিভ্রান্তিকর রিপোর্টে বিপাকে পড়েছেন মাথাভাঙা শহরের ৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। জানা গিয়েছে, ৩ সেপ্টেম্বর মাথাভাঙা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রণব কুন্ডু স্থানীয় একটি স্কুলে করোনা পরীক্ষা করান। গতকাল তাকে টেলিফোনে জানানো হয় তার রিপোর্ট পজেটিভ এসেছে।

containment zone | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িকে ঘিরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে মহকুমা প্রশাসনের কর্মীরা। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই ফের মোবাইলে ম্যাসেজ করে জানানো হয় তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তারপরেই প্রশাসনের তরফে কন্টেইনমেন্ট জোন তুলে দেওয়ার লোকজন এসে হাজির। একবারের নেওয়া লালারসে এভাবে দু-ধরনের রিপোর্ট আসায় ক্ষুব্ধ প্রণববাবু ও তার পরিবারের লোকজন। প্রথমে কন্টেইনমেন্ট জোনের বাঁশ ও ব্যানার খুলতে বাধা দেন। যদিও পরে প্রতিবেশীরা এসে বিষয়টি মিটিয়ে দেন।

আরও পড়ুনঃ পঞ্চায়েত অফিসে বোমাবাজির অভিযোগে গ্রেফতার ৬

প্রণব বাবু জানান, প্রথমে তাকে টেলিফোনে করোনা আক্রান্ত বলে জানিয়ে যেভাবে তার বাড়িটিকে ঘিরে দিয়ে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পর একদিকে যেমন মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন, তেমনি প্রতিবেশীরা কেউ তার বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন না। বাজার করে দেওয়ার কোন লোক পাওয়া যায় নি। ফলে কি রান্না হবে, তা নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। তিনি বলেন, “এভাবে একটা মানুষকে হেনস্থা করার কোন মানে হয় না। এর একটা বিহিত হওয়া দরকার।”

ওই পরিবারের আরেক সদস্য পেশায় স্কুল শিক্ষিকা ঝরনা ঘোষ বলেন, “স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের এমন উদাসীনতায় অনেক কিছু ঘটতে পারত। আমরা চাই এর সঠিক তদন্ত করে গোটা বিষয়টি উদঘাটন করা হোক।”
প্রশাসনের কেউ প্রকাশ্যে মুখ না খুলেলেও জানা গিয়েছে, নামের হেরাফেরিতে ওই সমস্যা হয়েছিল। একই উপাধির অন্য একজনের নামের পাশে প্রণব বাবুর টেলিফোন নম্বর ভুল করে লেখা হয়েছিল। যার জন্য এমন ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে বিষয়টি নজরে আসার পরেই বিষয়টি সংশোধন করা হয়।

আরও পড়ুনঃ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার

দ্রুত করোনা আক্রান্তদের চিহ্নিত করার লক্ষ্যে প্রশাসন বিভিন্ন জায়গায় ক্যাম্প করে লালারসের নমুনা সংগ্রহ করতে নেমেছে। প্রত্যেকদিন ৩ থেকে ৪ হাজার নমুনা পরীক্ষা করার জন্য লালারস সংগ্রহ করা হচ্ছে। কোন কোন দিন এই সংখ্যাকেও ছাড়িয়ে যাওয়া হচ্ছে। আর সেই কারণেই হয়ত নাম নিয়ে এমন হেরাফেরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here