মনিরুল হক,কোচবিহারঃ
বইমেলা মঞ্চেই হচ্ছে তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা।আজ বইমেলা চলাকালীন কোলকাতা থেকে আসা একদল নিরাপত্তা আধিকারিক ওই খতিয়ে দেখেন স্থান।ঐ নিরাপত্তা আধিকারিকদের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা।৮ জানুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার দুদিন আগে ৬ জানুয়ারি কোচবিহার বইমেলা শেষ হবে। কিন্তু মাঝে একদিন মাত্র সময়। তার মধ্যে সভার সমস্ত প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এদিন নিরাপত্তা আধিকারিকদের পরিদর্শন ও বৈঠকের পর জানা যায় বইলেমার মঞ্চকেই সভা মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে। বাকি কাজ শুরু হবে বইমেলা শেষ হওয়ার দিন মধ্যরাত থেকে। স্টল গুলো ভেঙে দিয়ে বাঁশের ব্যারিকেট তৈরি করা হবে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সভার কথা মাথায় রেখে বইমেলার মঞ্চ তৈরি করা হয়েছিল। ফলে মঞ্চ নিয়ে কোন সমস্যা নেই। বাকি ব্যারিকেট দিনরাত কাজ করে সভার আগের দিন রাতেই চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলা হবে।”
১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে লক্ষ্য রেখে কোচবিহার রাসমেলা মাঠে সভা করতে আসছেন সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁকে এই জেলার অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্ব পাওয়ার পর প্রথম সভা করতে আসছেন তিনি। তাই ওই সভায় ব্যাপক জমায়েত করতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী ময়দানে নেমে পড়েছেন। গ্রামে গঞ্জে ছোট ছোট সভা করে ৮ জানুয়ারি রাসমেলার মাঠের সভায় যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। গোটা কোচবিহার শহরকে ব্যানার পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিনও দাবী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সভায় কয়েক মানুষের জমায়েত হবে। আর ওই জমায়েতের কথা মাথায় রেখে নিরাপত্তার দিকও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ফালাকাটায় অভিষেকের সভার প্রস্তুতি তুঙ্গে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584