ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বেলাগাম জ্বালানির দাম। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে জ্বালানির দাম। যদিও ভোটগ্রহণ শেষ হওয়ার পরই তেল কোম্পানিগুলি দাম বাড়ার ইঙ্গিত দিয়েছিল।
আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ পয়সা বেড়ে হয়েছে ৯৩ টাকা ১১ পয়সা । রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৩ টাকা ০৪ পয়সা। মুম্বইতে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৯৯ টাকা ৩২ পয়সা।
Price of petrol & diesel in Delhi at Rs 93.04 per litre and Rs 83.80 respectively
Petrol & diesel prices per litre – Rs 99.32 & Rs 91.01 in #Mumbai, Rs 94.71 & Rs 88.62 in #Chennai and Rs 93.11 & Rs 86.64 in #Kolkata pic.twitter.com/CQgcyuWNgk
— ANI (@ANI) May 21, 2021
মূল্যবৃদ্ধি ডিজেলের দামেও।কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৬.৬৪ টাকা। দিল্লিতে লিটারপিছু ডিজেলের মূল্য ৮৩.৮০ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯১.০১ টাকা। সব মেট্রো-শহরেই পেট্রোপণ্যের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
আরও পড়ুনঃ বাতিল করা হচ্ছে না মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা, জানালেন ব্রাত্য বসু
একেই করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। কাজ হারিয়েছেন অনেকেই। তার ওপর দফায় দফায় বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। ফলে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584