নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সোমবার মুর্শিদাবাদের জলঙ্গির কালিগঞ্জ পেট্রল পাম্পের সামনে পথ অবরোধ করে একাধিক দাবিতে বিক্ষোভ দেখাল জলঙ্গির সমস্ত ট্রাক মালিকরা।
কেন্দ্র সরকার ঘোষিত গাড়ির পাস নেওয়ার দাবি, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পুলিশি অত্যাচার সহ যেখানে সেখানে অবৈধ চাঁদার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন জলঙ্গি ব্লকের ট্রাক মালিক কর্তৃপক্ষ।
তারা জানায়, রাজ্যের পরিবহন মন্ত্রকের নিয়মাবলী না মেনে অনেকেই ওভারলোড নিয়ে যাওয়া আসা করছে। এছাড়াও যে যে নিয়মাবলী দেওয়া হয়েছে তার একটাও মানা হচ্ছে না বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুনঃ কালিম পাখি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ডোমকলে
এই ধরনের বিভিন্ন দাবিতে রাজ্য সড়কে গাড়ি আটকে বিক্ষোভ চলে এদিন। এরপর ঘটনার খবর পেয়ে ইন্সপেক্টর উৎপল কুমার দাস সহ জলঙ্গি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584