নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একদিকে ছিল নিমপুরাতে কেন্দ্রীয় বাহিনী এবং খড়্গপুর টাউন থানার পুলিশের নাকা চেকিং। তার আগেই নিমপুরা বাজারের কাছে বেশ কয়েকজন এলাকার বাসিন্দারা এলাকার রাস্তাঘাট নালী নর্দমা পরিষ্কার নিয়ে বেশ কিছু অভিযোগ জানিয়ে রাস্তা অবরোধ করে।
খড়্গপুর টাউন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় সেখানে, তুমুল বচসা শুরু হয় খড়্গপুর টাউন থানার আইসির সঙ্গে। শেষমেষ এক ব্যক্তিকে আটক করে টাউন থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পিছু সরতে হয় স্থানীয় বাসিন্দাদের।
একদিকে যখন এত কান্ড ওই নিমপুরাকে ঘিরে তখনই এলাকার কাউন্সিলর সরিতা ঝা তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে নিয়ে ওই নিমপুরা এলাকায় প্রচার করলেন এলাকাবাসীদের অভিযোগ শুনলেন তৃণমূল প্রার্থী। এলাকার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার বাসিন্দারা। প্রার্থী প্রদীপ সরকার বলেন জিতে এলেই এলাকার সব সমস্যা সমাধান করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584