নিউজ ডেস্ক,কলকাতাঃপরীক্ষা হওয়ার ৫৮ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ২০১৮ সালের ফলাফল।এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লক্ষ ৬৩ হাজার ৬১৬ জন পাশ করেছে যা মোট পরীক্ষার্থীর ৮৩.৭৫ শতাংশ।এবারে ছাত্রীরা পাশের হারে এগিয়ে।পূর্ব মেদিনীপুর ও কালিম্পং এ পাশের হার সর্বাধিক।
মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৮০ জন পরীক্ষার্থী।উল্লেখযোগ্য ভাবে এবার প্রথম স্থান অধিকার করেছে কলাবিভাগ থেকে গ্রন্থন সেনগুপ্ত, জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র ।গ্রন্থনের প্রাপ্ত নম্বর ৪৯৬ যা মোট নম্বরের ৯৯.২ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে ঋত্বিক কুমার সাহু তার প্রাপ্ত নম্বর ৪৯৩ মোট নম্বরের ৯৮.৬ শতাংশ।তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন তিমির বরণ দাস এবং শাশ্বত রায় প্রাপ্ত নম্বর ৪৯০ যা মোট নম্বরের ৯৮ শতাংশ। কমার্স বিভাগে প্রথম হয়েছে বিশ্বজিৎ দত্ত ।৯৭.০২ শতাংশ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে যাদবপুর বিদ্যাপীঠের অর্ঘদীপ্তা ঘোষ।
উল্লেখ্য, ২০১৯-এর উচ্চমাধ্যমিক শুরু হবে ২৬ ফেব্রুয়ারি, শেষ হবে ১৩ মার্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584