নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
কালী পুজোর প্যান্ডেলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যর্থ। বেলিয়াবেড়া ব্লকের রান্টুয়া নেতাজী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও প্রস্তুতি চলছিল কালী পুজোর৷ কিন্তু বৃষ্টির জেরে নষ্ট হয়ে গেছে সবকিছুই। চিন্তায় কপালে ভাঁজ পুজো উদ্যোক্তাদের।
এবছরের পুজো ২৫ বছরে পা দিল। রজত জয়ন্তী বর্ষে তাদের থিম ছিল ‘গ্রাম্য পরিবেশ’। পুজোর বাজেট সাড়ে চার লক্ষ টাকা। মন্ডপের ভিতরে ঢুকলেই দেখা যাবে মা কালির সমস্ত রূপ, খড়ের তৈরি বাড়ি, পুরোনো কুঁয়ো, তুলসি চারার পাশে প্রদীপ জ্বলছে, এইসবই মূল আকর্ষন এই প্যান্ডেলের।
আরও পড়ুনঃ বৃষ্টিতেও কালীপুজোর জোরদার প্রস্তুতি দুই বর্ধমানে
ক্লাবের সদস্য তন্ময় মড়িয়াল বলেন,’দুদিন দফায় দফায় বৃষ্টি হওয়ায় মন্ডপের সৌন্দর্য সবটাই নষ্ট হয়ে গিয়েছে। আজ একটু বৃষ্টি কমতে আবার কাজ শুরু হয়েছে। পুজোতে থিম ছাড়াও প্রত্যেক দিন নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584