আমেরিকায় বাড়ছে বন্ধুক কেনার হিড়িক, চিন্তিত প্রশাসন

0
347

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে আমেরিকায় বন্দুক কেনার হিড়িক ভাবাচ্ছে প্রশাসনকে। আর্থার বেনসন, পেনসিলভানিয়ার কৃষ্ণাঙ্গ যুবক, জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার পর ঠিক করেন যে তিনি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্সে’ মুভমেন্টে অংশগ্রহণ করবেন, প্রতিবাদে সামিল হয়ে দেখলেন তাঁদের ৫০ জন সমর্থকের বিরুদ্ধে রয়েছে ৩০০ জন বিরোধী।

Gun shoot | newsfront.co
প্রতীকী চিত্র

সর্বোপরি, সকলের হাতে বিশালাকৃতির স্বয়ংক্রিয় রাইফেল। আর্থারের বলেন যে, তিনি অনিচ্ছা সত্ত্বেও বন্দুক কিনতে বাধ্য হয়েছেন, যাতে বিরুদ্ধ পক্ষ তাঁকে নিশানা করলে তিনিও বুলেটেই উত্তর দিতে পারেন। আগামীকাল অর্থাৎ ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে যেভাবে বেড়েছে বন্দুক কেনার বহর তাতে চাপে রয়েছে প্রশাসন।

এই ক্রেতারদের মধ্যে বেশিরভাগই প্রথমবারের জন্য বন্দুক কিনছেন। আমেরিকায় মেরুকরণের রাজনীতি, অতিমারি, প্রতিবাদের আগুন তার মাঝে বন্দুকের চাহিদা রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে অশান্ত পরিবেশ তৈরি করছে।

আরও পড়ুনঃ ফের ঘোষিত লকডাউন এড়াতে প্যারিসের রাস্তায় ৭০০কিমি ট্র্যাফিক জ্যাম

পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে বন্দুক বিক্রি হয়েছে ৩০ লক্ষ ৭০ হাজার, জুনে তা বেড়ে হয়েছে ৩০ লক্ষ ৯০ হাজার আর সেপ্টেম্বরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লক্ষ ৮০ হাজার। এফবিআই জানিয়েছে এই সংখ্যা গত বছরের পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে।

২০১৬ সালেও প্রেসিডেন্ট নির্বাচনের সময় বন্দুক কেনার চাহিদা বৃদ্ধি হয়েছিল। তবে সেই সংখ্যা ছিল এবছরের থেকে কম, ২ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার বন্দুক বিক্রি হয়েছিল।

আরও পড়ুনঃ ঘরবন্দি হু প্রধান ঘেব্রেয়েসাস

আর্থার বেনসন বলেন যে, তাঁর বেশ কয়েকজন পরিচিত ব্যক্তি বন্দুক কেনার বিষয়ে চিন্তাভাবনা করছেন। “গৃহযুদ্ধ” হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বহু আমেরিকাবাসী। কিন্তু তাঁরা কেন এমনটা ভাবছেন?

আর্থার বেনসন বলেন, তাঁরা যখন দেখছেন এক পক্ষ আইনের শাসন নিয়ে ছেলেখেলা করছে, তখন অন্য পক্ষকেও ভেবে দেখতে হবে তাঁরা কী কী করতে পারে।

বন্দুক ঠিক কতটা সহজলভ্য আমেরিকায়? বেনসন জানালেন তাঁর শটগান এবং পিস্তল কেনার ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি তবে গোলা-বারুদ-কার্তুজ সরবরাহ কম, দামও অনেকটাই বেশি।আগে ৫০ রাউন্ড বুলেট ১৫ ডলারে পাওয়া যেত এখন তা ৪০ ডলার।

ওয়ালমার্ট জানিয়েছে, অশান্তির আশঙ্কায় তারা তাদের বিপণি থেকে বন্দুক বিক্রি বন্ধ করেছে। সরিয়ে রাখা হয়েছে গোলা-বারুদও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here