জরুরি ভিত্তিতে কঠিন অপারেশন করে নজির সৃষ্টি করলো পুরুলিয়া জেলার দেবেন মাহাতো হাসপাতাল

0
99

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ

পুরুলিয়া জেলার নাদিয়ারা-র বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী মহাদেব গোপ। বুধবার দুপুরবেলা পুকুরে স্নান করতে যাওয়ার সময় কয়েকটি কুকুর তাঁকে তাড়া করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্করভাবে আহত হন ঐ ব্যক্তি। তাঁর মুখ, ঠোঁট, গাল, নাক প্রায় খুবলে নেয় কুকুরগুলি। বিশেষত তাঁর ডানদিকের গাল ও নাকের  মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা কোনক্রমে তাঁকে উদ্ধার করে  ভর্তি করেন পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের  সার্জারি বিভাগে । অসম্ভব যন্ত্রণা ও প্রচুর রক্তক্ষরণের ফলে রোগীর অবস্থা তখন রীতিমত আশঙ্কাজনক।

a crucial emergency surgery in deben mahato hospital
নিজস্ব চিত্র

সার্জারি বিভাগের চিকিৎসকরা তাঁর ক্ষতের ধরণ দেখে রোগীকে ই.এন.টি বিভাগে পাঠান। সেখানকার বিভাগীয় প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ অতীশ হালদার জরুরি ভিত্তিতে ডাক্তার মনোজ খান এবং ডাক্তার বুবাই মন্ডল কে নিয়ে সার্জিকাল টিম তৈরি করেন। রোগীর অবস্থা ততক্ষণে এতই গুরুতর যে অজ্ঞান করা যাবে কিনা সে বিষয়েও নিশ্চিত ছিলেন না চিকিৎসকরা।

আরও পড়ুনঃ সালার থানার অন্তর্গত সালিন্দা গ্রামে মধ্যবয়স্কা মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার

মহাদেব বাবুকে প্রথমে নিয়মমাফিক জলাতঙ্কের ইনজেকশন ও ক্ষতস্থানে ইমিউনোগ্লোব্যুলিন দেওয়া হয়। তার পরে লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে অবশ করে তাঁর ক্ষতস্থান জোড়া লাগানোর কাজ শুরু করেন চিকিৎসকরা। কুকুরে কামড়ালে সাধারণত ক্ষতস্থান সেলাই করা হয়না তবে মহাদেববাবুর ক্ষত  এতটাই  ভয়ংকর ছিল যে অতিরিক্ত রক্তপাত হয়ে প্রাণহানির আশঙ্কা ছিল। সেকারণেই অস্ত্রোপচার ও সেলাই করা হয় বলে জানিয়েছেন ডাক্তার অতীশ হালদার।

আরও পড়ুনঃ আত্মবিশ্বাস ও মনের জোরের কাছে হার মানে সমস্ত বাধা বিপত্তি, প্রমাণ করলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

যে অস্ত্রোপচার তারা করেছেন সেটা শুধু কঠিন নয় অবিশ্বাস্য। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের ই এন টি বিভাগের প্রধান ডক্টর অতীশ হালদার ডক্টর মনোজ খান এবং ডক্টর বুবাই মণ্ডলের কর্মদক্ষতায় নতুন জীবন পেলেন মহাদেব গোপ। প্রত্যন্ত জেলার সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে এরকম কঠিন অপারেশন করে নজির সৃষ্টি করলো পুরুলিয়া জেলার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের ই এন টি বিভাগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here