জমজমাট কুইজের আসর

0
99

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

কুইজে মাতলো হলদিয়া।লক্ষ্মী পূজা উপলক্ষ‍্যে জমজমাট কুইজ অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়ার শিবরামনগরের সমন্বয় ক্লাবের উদ্যোগে।বৃহস্পতিবার সন্ধ‍্যায় দুরন্ত কুইজ উপস্থাপন করলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষে কুইজমাস্টার সন্দীপন দাস ও রাকেশ মুখার্জি।প্রতিযোগিতায় যোগ দিতে কুইজের বিভিন্ন মঞ্চে দাপিয়ে বেড়ানো রাজ্যের বিভিন্ন জেলার সেরা কুইজারদের তেরটি দল অংশগ্রহণ করে তেরদলকে নিয়ে আয়োজিত চারটি রাউন্ডের ম‍্যারাথন কুইজ শেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চ্যাম্পিয়ন হন সতীনাথ মাইতি এবং অনীক মিস্ত্রির টিম।

নিজস্ব চিত্র

দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন যথাক্রমে অম্লান জানা ও সন্দীপ শেখর জানা দল এবং অভিজিৎ রাজ পন্ডিত ও কৌশিক মাজির দল।পজিশন না পেলেও ভালো খেলে উপস্থিত দর্শকদের মন জয় করলেন চন্দন প্রধান,অরুপ মান্না সরোজ সামন্ত,গোপাল সান্দকি,মিজানুর রহমান আসফাক,বিষ্ণুপদ ভক্তা,সৌরিন জানা,সায়ন দাস,বাপন,প্রিয়াংশী বেরা,প্রেরণা জানা,সঞ্জয় কেওয়াতত,শান্তনু রাও সহ অন্যান্য তাবড় কুইজাররা।পুরো কুইজ জুড়ে স্কোরিং এবং অন্যান্য দিক থেকে সহযোগিতা করে কুইজটির সাফল্যমন্ডিত করতে সাহায‍্য করলেন সমীরন জানা। উল্লেখ্য ‘সমন্বয়’ ক্লাবের অন্যতম সদস্য ক্যুইজ প্রেমী গৌতম মান্না সহ অন্যান্য সদস্যদের বিশেষ উদ্যোগে বিগত কয়েক বছর ধরে সমন্বয় মন্ডপে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুইজ একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।কুইজ মাস্টার সন্দীপন দাশ বলেন, এখানকার ক্লাবের সদস্যদের কুইজের প্রতি ভালোবাসা ও আগ্রহ তাঁকে এই মঞ্চে বারবার টেনে আনে।

আরও পড়ুনঃ কুশমন্ডিতে মুখা মেলার আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here