মনিরুল হক, কোচবিহার: রাস্তার কাজের সুচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার কোচবিহার ১ নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তঃগত দেওয়ানহাট অঞ্চলের আদিবাসীপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে ওই রাস্তার কাজের সূচনা হল। এদিন ওই রাস্তা সুচনার কাজে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও এলাকার প্রতিটি বাড়ি থেকে মানুষ এই উদ্বোধন অনুষ্ঠানে আসেন। জানা গেছে, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় ঠিক মত কোনও রাস্তা নেই। এলাকার লোকের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অর্থানুকুল্যে ওই রাস্তার কাজ হওয়ার কথা। সেই কাজ কিছু সমস্যার কারনে দেরি হয়েছে। আজকে তার সূচনা হওয়ায় এলাকাবাসী খুব খুশি হয়েছেন বলে জানা গিয়েছে।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ ২ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ৩ মিটার চওড়া ৫.৫ কিলোমিটার রাস্তা হবে। সেই সাথে এলাকাবাসী যদি ১২ কাঠা জায়গা দেয় তাহলে জলের প্রকল্প করবে দফতর। ১ বছরের মধ্যে কাগজের কাজ শেষ করে কাজ শুরু করে দেবে দফতর। এখানে একটি আদর্শ বিদ্যালয় ছিল, তা উচ্চমাধ্যমিকে উন্নিত করেছে সরকার। সেই সাথে এখানে ২ টা চার্চ আছে। তার পাসের ফাঁকা জমিতে মুক্তমঞ্চের কাজ করবে দফতর। এতে এলাকার মানুষরা সেখানে নানা ধরনের অনুষ্ঠান করতে পারবে। এলাকায় আদিবাসী সংস্কৃতি খুব উন্নত। বিশেষ করে রাভা সম্প্রদায়ের মানুষরা সংস্কৃতি চর্চায় অনেকটা এগিয়ে আছে। তাই তাদের জন্য এই পরিকল্পনা আছে দফতরের। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে তার মধ্যেও এলাকার প্রতিটি বাড়ি থেকে মানুষ এই উদ্বোধন অনুষ্ঠানে আসার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন, কিছু সমস্যার কারনে কাজে দেড়ি হয়েছে ঠিকই কিন্ত আর দেরি নয়, কাজের গতি দ্রুত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584