নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
হোয়াটস্যাপে প্রয়োজনীয় জিনিসপত্রে নাম লিখে দিলেই কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবে সেই জিনিসপত্র। তার জন্য আপনাকে কোন অতিরিক্ত কড়ি গুনতে হচ্ছে না। এমনই ব্যবস্থা করেছেন রায়গঞ্জ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার।
কাউন্সিলরের এই সাহায্য ব্যপক উপকৃত স্থানীয় বাসিন্দারা। লকডাউনের ফলে যান চলাচল সব বন্ধ। মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানুষের এই সমস্যার কথা ভেবে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা উপপুরপিতা অরিন্দম সরকার এলাকার বাসিন্দাদের নিয়ে হোয়াটস্যাপে গ্রুপ চালু করেছেন।
আরও পড়ুনঃ নিজেদের হাত খরচের পয়সা বাঁচিয়ে দুঃস্থদের সাহায্য পড়ুয়াদের
সেই হোয়াটস্যাপে বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্রের নাম লিখে দিলেই তৃনমূল কংগ্রেস কর্মীরা দ্রুত সেই সমস্ত জিনিস বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এই পরিষেবার জন্য বাসিন্দাদের কোনও রকম বাড়তি টাকা দিতে হচ্ছে না। বাসিন্দাদের কাছ থেকে শুধুমাত্র জিনিসের মূল্যই নেওয়া হচ্ছে। এতে সুবিধা হচ্ছে সকলের, বিশেষ করে বয়স্ক মানুষের৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584