নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জের সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রায়গঞ্জ ষ্টেডিয়াম চত্বর নিয়মিত পরিস্কার করছে রায়গঞ্জ পুরসভা। বৃহস্পতিবারও ষ্টেডিয়াম চত্বরের বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে। খাবার জলের নলকূপ থেকে অফিস চত্বর, সব কীটনাশক ছড়িয়ে জীবাণুমুক্ত করেছেন পুরসভার কর্মীরা।
এখানে শহরের যেসব বাসিন্দাদের করোনা উপসর্গ দেখা দিয়েছে বা করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন, তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে এখানে থাকা বাসিন্দাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে সাংসদ রাজু বিস্তা
পুরসভার একটি সূত্র জানিয়েছে, ‘এখানে যেসব মানুষকে রাখা হয়েছে, তারা যাতে কোন ভাবেই কোভিড ভাইরাসে আক্রান্ত না হন, সেদিকে নজর রেখে এলাকা প্রায় দিনই স্যানিটাইজড করা হচ্ছে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584