রায়গঞ্জে চালু মহিলা পরিচালিত ডাকঘর

0
176

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলায় প্রথম রায়গঞ্জে চালু হলো মহিলা পরিচালিত ডাকঘর। শুক্রবার মহিলা পোস্ট অফিসের উদ্বোধন করেন দিনাজপুর ডিভিশনের সুপারিন্টেন্ডেট রাজীব রঞ্জন। উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার সহকারি সুপারিন্টেন্ডেট রবি লামা।

raiganj post office administered by women | newsfront.co
নিজস্ব চিত্র

দিনাজপুর ডিভিশনের সুপারিন্টেন্ডেট রাজীব রঞ্জন বলেন, সম্পূর্ণ মহিলা পরিচালিত ডাকঘরের শুভারম্ভ হয়েছে। এখানে সমস্ত কর্মচারী মহিলারাই থাকবেন। উত্তর দিনাজপুর জেলায় সর্বপ্রথম রায়গঞ্জেই এই ডাকঘর চালু করা হলো।

post officer | newsfront.co
রাজশ্রী সরকার, পোষ্ট মাস্টার। নিজস্ব চিত্র

রায়গঞ্জ মহকুমার সহকারি সুপারিন্টেন্ডেট রবি লামা বলেন, আপাতত দুই জন মহিলা কর্মীকে নিয়ে এই ডাকঘরের সূচনা করা হয়েছে। আগামীতে প্রয়োজন মতন আরও মহিলা কর্মীকে নিযুক্ত করা হবে। উত্তরবঙ্গের মালদা, শিলিগুড়িতে মহিলা পরিচালিত ডাকঘরের সূচনা আগেই হয়েছিল।

raiganj post office administered by women3
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দারিদ্র‍্যতাকে উপেক্ষা করে সোনা জেতার লক্ষ্যে জিয়াসমিন

এদিন রায়গঞ্জেও চালু হলো।মহিলা পরিচালিত ডাকঘরের প্রথম সহকারি পোস্ট মাস্টার রাজশ্রী সরকার বলেন, মহিলা পরিচালিত ডাকঘরের প্রথম সহকারি পোস্ট মাস্টারের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আশা করছি সকল গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে পারবো আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here