এক সপ্তাহ বন্ধ থাকছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

0
170

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তিন কর্মীর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। সেই কারণে আগামী এক সপ্তাহের জন্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে, স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলবে।

Raiganj University | newsfront.co
ফাইল চিত্র

জানা গিয়েছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, ইউজি কাউন্সিলের সেক্রেটারি, ফিনান্স অফিসার সহ মোট ৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এক সপ্তাহ পর বুধবার সেই ৫ জনের লালার নমুনার মধ্যে তিন জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

আরও পড়ুনঃ স্কুলের কাছে ডিজিটাল পরিষেবা ব্যবহারের সুবিধা থাকা পড়ুয়ার হিসেব চাইল শিক্ষা দফতর

এ কারণে, রেজিস্টার ব্রাঞ্চের সকলেই হোম আইসোলেশনে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাকিদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আগামী ২৫ শে আগস্ট পর্যন্ত স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আলিপুর সেন্ট্রাল জেলে সেফ হোম করার চিন্তা রাজ্য প্রশাসনের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অনিল ভুঁইমালি জানিয়েছেন, “করোনা আক্রান্ত তিন জনের থেকে বাকি কর্মীদের মধ্যে ভাইরাস সংক্রমণ রোধে আগামী সাত দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া অনলাইনে চলতে থাকবে। পাশাপাশি রিপোর্ট নেগেটিভ থাকলেও বাকি কর্মীদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here