সহকর্মীর স্মরণ সভায় রেলহকারদের স্থায়ী লাইসেন্সের দাবী

0
70

শ্যামল রায়,নদীয়াঃ

ফের রেলের  হকার ও রেলে চত্বরে ব্যবসায়ীরা রেলের লাইসেন্সের দাবিতে সরব হলেন।
বৃহস্পতিবার নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের চার নম্বর প্লাটফর্মে প্রয়াত রেল হকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।এরকম একটি গুরুত্বপূর্ণ আন্দোলনমুখী বার্তা দেন হকার্স ইউনিয়নের নেতারা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েকদিন আগে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায়  দীর্ঘদিন ধরে রেল হকারি করে জীবন যাপন করছিলেন শিব শংকর সাহা নামে এক হকার। কিছুদিন আগে প্রয়াত হন শিব শংকর সাহা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মরণ অনুষ্ঠান করেন হকার বন্ধুরা।
উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের হকার নেতৃত্ব। উপস্থিত ছিলেন রতন সাহা নিমাই দেবনাথ অরুণ রায় গোরাচাঁদ দত্ত হরিপদো সাহা সন্তোষ কংসবনিক আনন্দ কুন্ডু কার্তিক সাহা তপন রুদ্র প্রাণকৃষ্ণ দেবনাথ সুনীল দাস পূর্ণ চন্দ্র দাস কৃষ্ণদাস শ্রীকান্ত দেবনাথ অনন্ত দেবনাথ  সাহা রতন দেবনাথ নিমাই দেবনাথ গনেশ কুন্ডু শুভ সাহা ।

নিজস্ব চিত্র

প্রয়াত রেল হকার শিব শংকর সাহার সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব বর্গ। তবে রেল হকার হকাররা আক্ষেপ করেন যে তারা দীর্ঘদিন ধরে রেলের হকারি করে তাদের সংসার চালান হাসি ফোটান তাদের সংসারে সদস্যদের মুখে কিন্তু এরকম একটি অস্থায়ী জীবন-যাপনে সব সময় যেন তারা নিরাশায় ভোগেন। কারণ বিভিন্ন সময়ে রেল দপ্তরের বিভিন্ন রকমের নিয়ম কারণে শিকার হয়ে কাজ হারিয়ে ফেলেন অনেকেই। তাই স্থায়ীকরণের চুক্তি হিসাবে  রেলের অনুমোদিত শংসাপত্রের দাবিতে তারা সরব হয়েছেন তাহলে নিশ্চিতভাবে এই পেশার সাথে যুক্ত হকার বন্ধুরা স্থায়ীভাবে কাজ করে যেতে পারবেন।
ইতিমধ্যে রেল দপ্তরের কাছে একাধিকবার আবেদন নিবেদন করেছেন তারা। অভাবী সংসারে ছেলেমেয়েদের নিয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়েই তারা আজও হকারি করে যাত্রীসাধারণকে কিছুটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। তাই আশায় বুক বেঁধেছেন দিল দপ্তর এই সমস্ত হকার বন্ধুদের দিকে তাকাবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here