সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারের সমর্থনে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সভা করলেন।উক্ত সভা থেকে তিনি বলেন, ” বাংলা ভাষা খুবই মিষ্টি,দুই থেকে তিন বছর আগে বিজেপি কর্মীদের গ্রামে প্রদীপ নিয়ে খোঁজ দাও তো এখন গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে-হাজারে মানুষ বিজেপিতে যোগদান করছে। আবারো কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসছে।২০২১ এই রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি।”
এদিন আবারও ফণী ফোন বিতর্ক উস্কে দিলেন রাজনাথ।এছাড়া তিনি বলেন,”সারাদেশে বিরোধী দল কত কি বলেছে-অহংকারী,দূর্যোধন,আবার কেউ মোদিকে চৌকিদার চোর বলে কটাক্ষ করছে মোদি এত কিছুর পরেও কোন সভাতে খারাপ কথা বলছে না।
আরও পড়ুনঃ মালদহে ভোট প্রচারে বন্ধুকতন্ত্রের বিরুদ্ধে লোকতন্ত্রের বাণী রাজনাথের
এই রাজ্যে ক্ষমতায় আসার সময় মমতা ব্যানার্জি বলেছিল ২০০০০ কল কারখানা খুলে দেয়া হবে সুরক্ষিত হবে রাজ্যের মা মাটি মানুষ;আদৌ তাই কি হয়েছে! না খুলেছে কারখানা না সুরক্ষিত মা মাটি মানুষ।এই রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে। যে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে সেই রাজ্যের মানুষ কখনোই সুরক্ষিত হবে না।”
বিরোধীদের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্তব্য করার ঘটনায় রাজনাথ সিং এদিনও তীব্র কটাক্ষ করেন বিরোধীদের।
এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি অভিজিৎ দাস সহ-সভাপতি সুফল খাঁটু ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার।রাজনাথ সিং কর্মীদেরকে জানান তাদের ওপর হামলা হলে বিরোধী কর্মীদের নাম জেলা নেতৃত্বর কাছে জমা দিতে বিরোধী কর্মীদের ওপর যথাযথ ব্যবস্থা নেবে বিজেপি।মোদি সরকারের উন্নয়নের খতিয়ান দেখিয়ে এদিন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584