ঘুষ মামলায় আরও বিপাকে রাকেশ আস্থানা

0
100

ওয়েবডেস্কঃ

ঘুষ মামলায় রাকেশ আস্তানার বিরুদ্ধে সিবিআই  তদন্তে কোনো বাঁধা রইলনা  দিল্লি হাইকোর্টের নির্দেশে। রাকেশ আস্তানার বিরুদ্ধে দায়ের হওয়া এফ আই আর বাতিলের আর্জি খারিজ করে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের তদন্ত করার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট !

ছবি সৌজন্যে-https://twitter.com/GHMSNNews/status/922343559524630528?s=19

আয়কর ফাঁকি দেওয়ায় সিবিআইয়ের নজরে এসেছিল মাইন কুরেশি নামক কানপুরের এক  মাংস ব্যবসায়ী। আর এই ঘটনার তদন্তে নেমে দু’কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা সহ আরও কয়েকজন বিশিষ্ট সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে । অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআই এর পক্ষ থেকে গত বছরের অক্টোবর মাসে রাকেশ আস্থানা সহ মোট তিনজন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফ আই আর দায়ের হয় ।

ঘটনায় সিবিআই সংস্থার অভ্যন্তরে বিশৃঙ্খলা শুরু হয় । দুটি মেরুতে বিভক্ত হয়ে যায় ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন । ঠান্ডা যুদ্ধ শুরু হয় দুই শীর্ষ সিবিআই আধিকারিক রাকেশ আস্থানা বনাম অলোক বর্মার । তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফ আই আর বাতিলের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাকেশ আস্থানা ।

আজ ১১ তারিখ শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করে দিল্লি হাইকোর্ট । সেই রায়ে রাকেশ আস্তানার এফ আই আর বাতিলের আর্জি খারিজ করে তাঁর বিরুদ্ধে আনা ঘুষ সংক্রান্ত সমস্ত অভিযোগের উপযুক্ত তদন্তের নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট । দিল্লি হাইকোর্ট কর্তৃক সিবিআইকে দেওয়া ঐ নির্দেশিকায় আরও বলা হয় ১০ সপ্তাহের মধ্যে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ করে চার্জশিট জমা দিতে হবে দিল্লি হাইকোর্টে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here