নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২১ অক্টোবর মুক্তির পথে অর্জুন দত্ত পরিচালিত দ্বিতীয় ছবি ‘গুলদাস্তা’। তিন মুখ্য চরিত্রে অর্পিতা চ্যাটার্জি, দেবযানী চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি।
ছবিতে অর্পিতা চ্যাটার্জির কিছু নাচের ঝলক দেখবেন দর্শক। তাঁর কোরিয়োগ্রাফি করেন রক্তিম গোস্বামী। সাধারণ মানুষের কাছে কোরিয়োগ্রাফার রক্তিম গোস্বামী নামটি খুব বেশি পরিচিত না হলেও সাংস্কৃতিক মহলে নামটি বেশ পরিচিত।

নৃত্যশিল্পী রক্তিম বহু মঞ্চে নিজের ক্যারিশ্মা দেখিয়েছেন। পাশাপাশি ‘ডান্স বাংলা ডান্স’-এ ২০০৯ সালের প্রতিযোগী ছিলেন তিনি। এরপর ২০১৪-তে ‘ডান্স বাংলা ডান্স’-এর কোরিয়োগ্রাফিও করেন তিনি। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর একাধিক ধারাবাহিকেও কোরিয়োগ্রাফার হিসেবে কাজ করেছেন রক্তিম।
জরোয়ার ঝুমকো, জয় কানহাইয়া লাল কি, খোকাবাবু, ভজগোবিন্দ এমনকী সম্প্রতি শুরু হওয়া ধারাবাহিক- ‘জীবন সাথী’রও কোরিয়োগ্রাফি করবেন তিনি।

২০১১-তে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’এ গেস্ট পারফর্মার ছিলেন রক্তিম। রক্তিম একজন প্রফেশনাল কোরিয়োগ্রাফার। কন্টেম্পোরারি অ্যান্ড ক্লাসিক্যাল জ্যাজ-এ অসামান্য দক্ষতার জোরে আজ নিজের জায়গা গড়ে তুলেছেন সাংস্কৃতিক মহলে।
এহেন রক্তিমের কথায়- “যতটুকু শিখেছি তা ওই মঞ্চের দৌলতেই। তবে, ক্যামেরার সামনে কীভাবে নিজেকে স্থাপন করতে হয় তা শিখিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। স্নেহাশিস দা’র বহু ধারাবাহিকে আমি কাজ করেছ। অপেক্ষা করছিলাম বড় পর্দায় বড় কোনও কাজের। আমার বন্ধু সুদীপের আণুকূল্যে অর্জুনের ছবি ‘গুলদাস্তা’তে সুযোগ পাই কোরিয়োগ্রাফি করার। তাও আবার অর্পিতা চ্যাটার্জির মতো একজন অভিনেত্রীর। স্বস্তিকা দি, অর্পিতা দি, দুজনের সঙ্গে দেখা হওয়ার পর মানুষদুটির সম্বন্ধে আমার ধারণা আরও বড় হল। কী গুণী ওঁরা! ওঁদের নিয়ে এর বেশি কিছু বলার মতো সাহস আমার নেই।”
আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে ‘আবোল তাবোল’, মুক্তি পেল টিজার
একজন শিল্পীই পারেন আরেকজন শিল্পীকে কদর করতে। তা রক্তিমের কথায় স্পষ্ট। রক্তিম নিজেও কম গুণী নন। UNESCO থেকে থিয়েটার মডিউল ওয়ার্কশপের জন্য ইতালি যান তিনি। পান স্কলারশিপ। বাংলাদেশেও নিজের গুণ প্রদর্শন করেন তিনি।
আরও পড়ুনঃ লন্ডনের পুজো এবার কলকাতায়, উদ্যোগে শামিল ঋতুপর্ণা সেনগুপ্ত
নৃত্যশিল্পের পাশাপাশি তাঁর নাট্যশিল্পেও রয়েছে চুড়ান্ত দক্ষতা। না পাঠানো চিঠি, ম্যাকবেথ, সুপারি কিলার, শুনো মনসা কথা, রোমি ও জুলি সহ বহু নাটকে মুখ্য চরিত্রে দেখা যায় তাঁকে।
এছাড়া ‘সি আই ডি কলকাতা ব্যুরো’তেও অভিনয় করেন রক্তিম। শিল্পীর কর্মকাণ্ডের ঝুলি বেশ ভারি। যথাযথ প্রশিক্ষণ নিয়ে তারপর কাজের জগতে পা রেখেছেন তিনি। নিজেকে এখনও মনে করেন শিক্ষানবিশ। এহেন রক্তিম আবারও কাজ করতে চান অর্জুন দত্ত’র সঙ্গে।
অর্জুন প্রসঙ্গে তিনি বলেন- “খুব ভাল লেগেছে অর্জুনের সঙ্গে কাজ করে। নিজে ঠিক কী চায় সেটার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখে অর্জুন। ফলে আমায় সিকোয়েন্সটা খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। তাতে আমার কোরিয়োগ্রাফি করতে বেশ সুবিধা হয়। “
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584