সাইকেল নিয়ে দেশ ভ্রমণে অন্ধ্রের জ্যোতি রঙ্গুলা

0
52

মনিরুল হক, কোচবিহারঃ

হিংসার এই সময়ে শান্তির বার্তা নিয়ে ভারত ভ্রমণে বেড়িয়েছেন অন্ধ প্রদেশের ইস্ট গোদাবরীর জ্যোতি রঙ্গুলা। নিউ দিল্লীর ইণ্ডিয়া গেট থেকে সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বেড়িয়েছে বিশ্ব রেকর্ড করার জন্য।

rangula cycle tour around the country | newsfront.co
জ্যোতি রঙ্গুলা। নিজস্ব চিত্র

২০১৭ সালের জানুয়ারি মাসে তিনি এই যাত্রা শুরু করে ১০ হাজার কিলোমিটার পথ চলার পর তার শরীরে আঘাত লাগার কারণে প্রায় দেড় বছর তার এই যাত্রা বন্ধ রাখতে হয়। সাময়িক বিরতির পর ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই যাত্রা ফের শুরু করেন।

rangula cycle tour around the country | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যে তিনি ২৬টি দেশ ঘুরে ফেলেছেন। বর্তমানে এই কন্যা কোচবিহারে এসে পৌঁছেছেন। এখান থেকে তিনি বৃহস্পতিবার গ্যাংটকের উদ্দ্যেশ্যে যাত্রা করবেন। দীর্ঘ এই যাত্রাপথে তিনি কোন টাকা-পয়সা নিয়ে বের হন নি। পথে মানুষের সহযোগিতা নিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ বাইক থেকে পড়ে আহত মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে বসেই পরীক্ষা

অসম-বাংলা সীমান্তের কোচবিহারেও এসে তিনি নিউ কোচবিহার এলাকার বাইশগুড়িতে রাত্রি বাস করেন বুধবার। তাঁকে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়েছেন নিউ কোচবিহার এলাকার এক পরিবার।

বাড়ির কর্তা দীপ্তেশ সেন জানান দিদি বিভিন্ন সচেতনতার বার্তা নিয়ে গোটা দেশ পরিক্রমায় বেড়িয়েছেন। আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়েছি মাত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here