আনন্দপুরে কালাচাঁদ জিউর রাস উৎসব ঘিরে উদ্দীপনা

0
50

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

প্রায় দুই শতাব্দী প্রাচীন শ্রীশ্রী কালাচাঁদপুর রাস উৎসব ও ভক্ত মিলনানন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে। গত ১২ই নভেম্বর থেকে এই উৎসবের সূচনা হয়, চলে১৪ই নভেম্বর পর্যন্ত। সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী মিলনানন্দ মহারাজ।

Rash Utsav at Anandapur
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাঃ মহাদেব ব্যানার্জি , বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. বিশ্বজিৎ সেন, চিকিৎসক ডাঃ বি.বি.সাহা, কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপক ডঃ গৌতম চক্রবর্তী সহ আরও অন্যান্য অতিথিবর্গ।

Rash Utsav at Anandapur
নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড.সত্য শংকর গোস্বামী। ড.গোস্বামী জানান, এটি তাঁদের পারিবারিক উৎসব।

Rash Utsav at Anandapur
নিজস্ব চিত্র

দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে ভক্ত সমাগম, শ্রীকৃষ্ণকীর্তন এবং প্রায় ১০ হাজার মানুষের অন্নকূট উৎসবের মধ্য দিয়ে মহাসমারোহে উৎসব পালিত হয়ে আসছে। নগর সংকীর্তন, কবিগান, ভজন, কম্বল ও বস্ত্র বিতরণ, যোগব্যায়াম প্রদর্শনীর নানান কর্মসূচির মধ্য দিয়ে উৎসব পালিত হয়।

Rash Utsav at Anandapur
নিজস্ব চিত্র

উৎসব কমিটি উদ্যোক্তাদের মধ্যে শিক্ষক শোভন কুমার গোস্বামী বলেন এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই উৎসবে সমাগত হন।আনন্দপুরবাসীর মধ্যে এই নিয়ে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here