নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শর্ত ও নিয়ম না মেনে ব্যবসা করার জন্য কলকাতার চারটি সংস্থার লাইসেন্স বাতিল করল আরবিআই। শুধু ব্যাঙ্ক নয়, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিকেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি বা লাইসেন্স নিতে হয়। তার জন্য মেনে চলতে হয় শর্ত ও আরবিআইয়ের বেঁধে দেওয়া নিয়ম।
যেহেতু সাধারণ মানুষের অর্থ ও স্বার্থ জড়িয়ে থাকে ওই সংস্থাগুলির সঙ্গে, তাই এই কোম্পানিগুলির উপর নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু কলকাতার চারটি সংস্থা আরবিআইয়ের শর্ত ও নিয়ম মেনে ব্যবসা করেনি। তাই ওই চার সংস্থার লাইসেন্স বাতিল করল আরবিআই।
আরও পড়ুনঃ রাজ্যে কলোনির কুড়ি হাজারের বেশি বাসিন্দাকে জমির দলিল দেবে সরকার
এই সংস্থাগুলি শরৎ বোস রোড, রবীন্দ্র সরণী, ক্যানিং স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটে অবস্থিত। লাইসেন্স বাতিল হয়ে যাওয়ায় ওই সংস্থাগুলি আর সাধারণ মানুষের থেকে আমানত গ্রহণ বা ঋণ দেওয়ায় কাজে যুক্ত থাকতে পারবে না। অন্যদিকে, ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের একটি সংস্থা এবং এলগিন রোডের অপর একটি সংস্থাও আরবিআই থেকে পাওয়া ব্যবসা চালানোর লাইসেন্স নিজেরাই ফেরত দিয়ে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584