ওয়েবডেস্কঃ
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (সিআইপিআরআই) এর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ,২০১৪-১৮ সমীক্ষা বর্ষে ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেজর অস্ত্র আমদানিকারক,যা সারা বিশ্বের মোট আমদানির ৯.৫ শতাংশ ।
রিপোর্ট অনুযায়ী ২০১৪-১৮ সালের এই সময়ে সৌদি আরব ছিল বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক, যা বিশ্বের মোট অস্ত্র আমদানীর ১২ শতাংশ। তবে অস্ত্র সরবরাহের বিলম্বের কারণে ভারতের অস্ত্র আমদানি আংশিকভাবে ২০০৯-১৩ এবং ২০১৪-১৮ এর মধ্যে ২৪ শতাংশ কমেছে ।
তবে রিপোর্ট আরও বলছে ওই একই সময়ে অস্ত্র আমদানিতে পাকিস্তান সারা বিশ্বে ১১ তম স্থান দখল করেছিল।
রিপোর্টে উল্লেখিত ,২০১৪-১৮ সালে রাশিয়া ভারতে ৫৮ শতাংশ অস্ত্র আমদানি করেছিল। ওই একই সময়ে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স ভারতে তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ বাড়িয়েছে । যেহেতু ভারত সাম্প্রতিককালে রাশিয়ার সঙ্গে বেশ কয়েকটি বৃহত্তর চুক্তি স্বাক্ষর করেছে যার অধিকাংশটি পাইপ লাইন সংক্রান্ত তাই আশঙ্খা আগামী পাঁচ বছরে ভারতে রপ্তানিকৃত রাশিয়ার অস্ত্রভাগ দ্রুত বৃদ্ধি পাবে । এগুলির মধ্যে রয়েছে এস -৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, চারটি স্টিলথ ফ্রিজেটস, এ কে -২০৩ অ্যাসল্ট রাইফেলস, পারমাণবিক আক্রমণ সাবমেরিন , কামভভ -২২৬ টি ইউটিলিটি হেলিকপ্টার, এমআই -১৭ হেলিকপ্টার এবং শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রমুখ।
সমীক্ষা অনুযায়ী ২০১৪-১৮ সালে বিশ্বের পাঁচটি বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন। যার মধ্যে চিন হলো পাকিস্তান ও বাংলাদেশের অস্ত্র আমদানির প্রধান উৎস ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584