সদ্যোজাত পাখির ছানা উদ্ধার

0
385

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ

rescued newly born bird | newsfront.co
উদ্ধার হওয়া পাখির ছানা।নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম শহরে মানবিকতার নজির। ড্রেনে পড়ে যাওয়া সদ্যোজাত পাখির বাচ্চা গুলোকে উদ্ধার করে তার মায়ের কাছেই ফিরিয়ে দিল ঝাড়গ্রাম শহরের যুবকরা।

নিত্যদিনের মতই এদিন রবিবার সন্ধ্যার বেশ কয়েক জন যুবক বসে গল্প করছিলো নিজেদের আড্ডখানায় । হঠাৎই কিছু বাচ্চা পাখির কাতর হয়ে কান্নার শুনতে পান ওই যুবকরা । তার পরেই শুরু হয় খোঁজ । তারা দেখতে পাই যে কিছু ডাহুক পাখির বাচ্চা ড্রেনে পড়ে আছে ও পুরোপুরি জলে ভিজে গিয়েছে ।

rescued newly born bird | newsfront.co
নিজস্ব চিত্র

অসহায় মা পাখিটি পাগলের মতো ইতস্তত উড়ে বেড়াচ্ছে চিৎকার করতে করতে । অবশেষে মশারির নেট দিয়ে ডাহুক পাখার বাচ্ছা গুলিকে উদ্ধার করে তারা।

আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ

তারপর তারা পাখির বাচ্ছা গুলিকে তাদের নীড়ে পৌঁছে দেয় । জানাযায় , মোট পাঁচটি বাচ্ছা পাখি ছিলো।যেগুলির এখনও ঠিক মতো পূর্ণাঙ্গ রূপ পাইনি

ঝাড়গ্রামে শহরের এই যুবকদের কুর্নিশ জানাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকলেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here