শ্যামল রায়,কাটোয়াঃ
বেশ কিছুদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘিরে কাটোয়া শহর সংলগ্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে।কাটোয়ার একাই হাটে এক মন্দিরের চুরির ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।চুরির কিনারা করতে পারেনি পুলিশ অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
শুক্রবার একাই হাটে এক মন্দিরে চুরির ঘটনা ঘটে।মন্দিরের প্রধান সেবাইত ভক্ত বাবাজির অভিযোগ মন্দিরের দরজা খুলে পুজো দিতে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন মূল দরজার ডান দিকের দরজা টির তালা ভাঙা খোয়া গিয়েছে এর রুপোর বাঁশি, কোমর বিছা,নুপুর মুকুটের মতো একাধিক গহনা।এছাড়াও ক্যাশ বক্সে থাকা কয়েক হাজার টাকাও লুট করে নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীরা।মূর্তির সামনে মেঝেতে বাসনপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল বলেও দাবি সেবাইতের।এছাড়াও মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটছে কেতুগ্রাম মঙ্গলকোট এবং বিভিন্ন ব্লক এর বিভিন্ন গ্রামে।সাম্প্রতিক কালে এই ধরনের চুরির ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে,তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তাদের মোবাইল ভ্যান বিভিন্ন গ্রামের রাস্তা দিয়ে টহল দিতে দেখা যায় তাই দুষ্কৃতীদের ধরতে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ।মন্দিরে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ মাদক খাইয়ে চুরির ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584