নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সারা রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে হাইভোল্টেজ লড়াই এখন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে, যেখানে একদিকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়,ঠিক তার উল্টো দিকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী ৷
প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর জেলায় জনসভা করতে এসে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখে নন্দীগ্রামের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী ৷
শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামের প্রার্থী হয় তাহলে ৫০ হাজার ভোটে হারাবো, অবশেষে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুনঃ ঝাড়গ্রামের চারটি আসনে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা
ইতিমধ্যেই হলদিয়াতে রয়েছেন সুপ্রিমো, দলীয় সূত্রে জানা যায় শিব মন্দিরে পুজো দিয়ে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ৷
এরই মাঝে বুধবার রোড শো করলেন শুভেন্দু অধিকারী, এই রোড শোতে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷তবে যাই হোক সারা রাজ্যের বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র যে সারা দেশবাসীর কাছে উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584