পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
গ্রাহকদের সঙ্গে লেনদেনের বিবাদকে কেন্দ্র করে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের কাষ্টমার সার্ভিস পয়েন্ট থেকে কয়েক লক্ষ টাকা লুট করে পালাল এলাকার গ্রাহক। ঘটনাটি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের বুধোর গ্রামে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপক তল্লাশী চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় যারা যুক্ত বলে পুলিশের কাছে নাম এসেছে অবিলম্বে সেই টাকা থানায় জমা দেবার জন্য মাইকিং করছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছেন, টাকার পরিমান এখনই বলা সম্ভব হচ্ছে না।
সার্ভিস পয়েন্টের ম্যানেজার অমল রায় জানিয়েছেন,তার চার লক্ষ টাকা এবং গ্রাহকদের পাশ বই, আধার কার্ড ছিনতাই করে পালিয়েছে এই গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি।
আরও পড়ুনঃ অভাবের তাড়নায় আত্মঘাতী বিড়ি শ্রমিক
জানা গেছে,বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের বুধোর কাষ্টমার সার্ভিস পয়েন্টে গতকাল একব্যক্তির টাকা লেনদেন নিয়ে সামান্য ঝামেলা হয়েছিল। আজ সকালে গ্রাহকদের টাকা পরিশোধের জন্য সার্ভিস পয়েন্টে ব্যাঙ্কের কর্মীরা বসেছিলেন। আচমকাই বুধোর গ্রামের কয়েকজন ব্যক্তি এসে তাদের উপর হামলা করে বলে অমলবাবু অভিযোগ।
সার্ভিস পয়েন্টে তাকে মারধোর করে কয়েকলক্ষ টাকা, গ্রাহকদের পাশ বই এবং গ্রাহকদের আধার কার্ড, টাকা গোনার মেশিন নিয়ে চম্পট দেয়।যাবার সময় তাদের বসার চেয়ার টেবিল,কাগজপত্র তছনছ করে মাটিতে ফেলে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।অভিযুক্তদের গ্রেফতারের ব্যাপক তল্লাশী চালায়।
সার্ভিস পয়েন্টের টাকা অবিলম্বে থানায় ফেরত না দিলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে বলে রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপা এলাকায় মাইকিং এ প্রচার করেন। যদিও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সার্ভিস সেন্টারের ম্যানেজার চার লক্ষ টাকা খোয়া যাওয়ার কথা বললেও পুলিশ টাকার পরিমান কত সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584