নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আবারও চুরির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার খাকুড়দাতে। নীলকমল ইলেকট্রনিক্স নামে একটি বহুজাতিক ইলেকট্রনিক্স দোকানের প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিরা। এই নিয়ে মোট দু’বার এই ধরনের চুরির ঘটনা ঘটল উক্ত দোকানে। তবে প্রথমবারের ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
দ্বিতীয়বার এই চুরির ঘটনা ঘটায় চিন্তিত এলাকার ব্যবসায়ীরা। সেই সঙ্গে পুলিশের কার্যকলাপ নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায়। প্রসঙ্গত, খাকুড়দা বাজারে এই ধরনের চুরির ঘটনা প্রায় ছয় থেকে সাত বার ঘটেছে। আবার একই সঙ্গে এক রাতে একাধিক দোকানে চুরির ঘটনাও ঘটেছিল।
সূত্রের খবর, বাজার কমিটির পক্ষ থেকেও এই নিয়ে পুলিশকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সবক্ষেত্রেই পুলিশ এসে রুটিন তল্লাশি করে গিয়েছে কিন্তু কোনও বার ধরা পড়েনি দুষ্কৃতিরা। তাই স্বাভাবিক ভাবেই চিন্তিত এলাকাবাসি থেকে ব্যবসায়ীরা।
মঙ্গলবার ছিল ভাতৃদ্বিতীয়া। তাই বাজারে মানুষের সমাগম ছিল অনেক। মোটের উপর ভালই ব্যবসা করেছেন দোকানিরা।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে তালা ভেঙে কুড়ি হাজার টাকার জিনিস চুরি বালুরঘাটে
তাই এই দিনটিকে লক্ষ্য রেখে চুরির পরিকল্পনা করেছিল দুষ্কৃতিরা- এমনই দাবি ব্যবসায়ীদের। উক্ত দোকানের মালিক কমল দাস জানান, “মঙ্গলবার দোকান যথারীতি সঠিক সময়ে বন্ধ করেই বাড়ি গিয়েছি। আজ সকালে, বুধবার এসে দোকান খুলে দেখি দোকানের টাকা রাখার বক্স গুলির তালা চাবি সব ভাঙা রয়েছে।
কোনওটি আবার খোলা পড়ে রয়েছে। ভিতরে কোনও টাকা-পয়সা নেই। তারপর খোঁজ নিয়ে দেখি ছাদের উপরে একটি দেওয়াল ভাঙা। পুলিশে জানিয়েছি ব্যাপারটা। এই নিয়ে দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটল আমার দোকানে। এর আগের বারেও পুলিশ এসে রুটিন তল্লাশি করে গিয়েছিল কিন্তু কেউ ধরা পড়েনি। আমরা ব্যবসায়ীরা এই নিয়ে খুব চিন্তায় রয়েছি।”
তবে এবার রুটিন তল্লাশিতে এসে বেলদা থানার পুলিশ আধিকারিকরা বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করে। ভাঙা দেওয়ালের কাছে সেগুলি পড়েছিল। উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলির মধ্যে ছিল দেওয়াল ভাঙার জন্য একটি ছানি, চটের বস্তায় জড়ানো একটি লোহার হাতুড়ি, বড় লোহার বাটখারা-সহ অন্যান্য ছোটোখাটো আনুষাঙ্গিক যন্ত্রাংশ।
এখন দেখার এই প্রমাণগুলি কতটা সাহায্য করে দুষ্কৃতিদের ধরতে। তবে বারবার খাকুড়দা বাজারে চুরির ঘটনা ঘটায় এবং সেই সঙ্গে দুষ্কৃতিরা ধরা না পড়ায় চাপা ক্ষোভ রয়েছে এলাকাবাসি-সহ ব্যবসায়ীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584