ওয়েবডেস্কঃ
প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে মাথায় ঝুলছিল বিদায়ের খাঁড়া। ফিরতি লেগে এই গোল ব্যবধান অতিক্রম না করতে পারলেই বিদায়!
এমন কঠিন সময়ে ত্রাতা সেই সি আর সেভেন। হ্যাট্রিক করে শুধু জয় ছিনিয়ে নেওয়ায় নয়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে দিলেন জুভেন্টাসকে। রোনাল্ডো বলেই হয়তো সম্ভব!
আরও পড়ুনঃটার্নার স্পেশালে অস্ট্রেলিয়া রেকর্ড রান তাড়া করে সিরিজে সমতা ফেরাল
বল দখল, পাস সমস্ত কিছুতেই এগিয়ে ছিল জুভেন্টাস। ম্যাচের ২৭ ও ৪৯তম মিনিটে রোনাল্ডোর গোলে দুই লেগ মিলিয়ে সমতা ফিরলেও ম্যাচ যত শেষের দিকে গড়াচ্ছিল জুভেন্টাস সমর্থকদের ধুকপুকানি তত বাড়ছিল। শেষে ম্যাচের ৮৬তম মিনিটে ডি বক্সে ফাউল করে বসেন অ্যাটলেটিকোর কোররেয়া। স্পটকিকে গোল করে হ্যাটট্রিক সহ জুভেন্টাসকে শেষ আটে পৌঁছে দেন রোনাল্ডো।
(ছবি সৌজন্যে- https://twitter.com/FansTribeHQ/status/1105714749965246465?s=19)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584