রান পাবোই বলছেন রাসেল

0
57

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

শারজাহতে সবাই সচিনের ব্যাটে মরু ঝড় দেখেছে, এবার কেকেআর ভক্তরা আশা করেছিল সেই মরু ঝড় দেখবে, কিন্তু চার ম্যাচ হয়ে গেলেও ক্যারিবিয়ান দৈত্যের ব্যাট থেকে রান আসেনি।

Andre Russell | newsfront.co
রাসেল

মনে করা হচ্ছে ইডেনের পেসবোলারদের কার্যকরী উইকেটে বল ব্যাটে আসে। ফলে রাসেলের খেলতে সুবিধা হয়, কিন্তু আবুধাবির স্লো উইকেটে রাসেলের রান পাওয়া মুশকিল। তাই উপরে এসেও তিনি কিছু করতে পারছেন না।

আরও পড়ুনঃ আইপিএলে নেই ভুবি, অমিত

তবে আগামীকাল ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে কেকেআর সুপারষ্টার বলছেন, ‘আমার এখনও কেকেআরকে দেওয়ার অনেক কিছু আছে। আমি ফুরিয়ে যাইনি। রান আমি চেন্নাই ম্যাচ থেকে পাবোই সেটা কথা দিচ্ছি সেই অনুযায়ী অনুশীলনও করছি।’

আরও পড়ুনঃ অনুশীলনে ফিরল বঙ্গ ব্রিগেড

প্রসঙ্গত রাসেলের যেমন অগ্নিপরীক্ষা আগামীকালের ম্যাচ, তেমনই দীনেশ কার্তিক আর নাইট অধিনায়ক থাকবেন কিনা সেটাও সিএসকে ম্যাচের উপরে নির্ভর করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here