সাবেকী পুজোর অভিনবত্ব সাহা বাড়িতে

0
80

শিবশঙ্কর চ্যাটার্জি, বালুরঘাটঃ

বালুরঘাটের সাহা বাড়ী-র দুর্গা পূজায় গণেশের স্থানে কার্ত্তিক এবং কার্ত্তিকের স্থানে গণেশ। এভাবেই বংশের চার পুরুষ ধরে পূজিত হয়ে আসছে সাহা বাড়ীর দুর্গা।১৮৪২ সালে তৎকালীন পূর্ব বঙ্গ বর্তমানে বাংলাদেশের পাবনা জেলার জমিতা গ্রামে সাহা বাড়ী-র কুমুদিনী রায় সাহা স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপূজা শুরু করেন।এরপর সাহা বাড়ী-র বনমালী সাহা ব্যবসা সূত্রে বালুরঘাটে আসেন।এরপর বাংলাদেশের পৈতৃক ভিটার পাশাপাশি বালুরঘাটেও তিনি দুর্গাপূজা শুরু করেন।সেই থেকে ১৭৬ বছর ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সাড়ে তিন নম্বর এলাকার সাহা বাড়ীতে পূজিত হয়েছেন দেবী দুর্গা।

নিজস্ব চিত্র

পূজা শুরুর গোড়ার দিকে তৎকালীন পূর্ব বঙ্গের জমিদার বাড়ীর জৌলুস এখন না থাকলেও সাহা বাড়ীর বর্তমান সদস্যদের আন্তরিকতায় বালুরঘাটের সাহা বাড়ীর দুর্গাপূজা এখনো বেশ জমজমাট।ইতিমধ্যেই প্রতিমা গড়ার কাজ সমাপ্ত হওয়ার পথে।সাহা বাড়ীতে প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পী হিমাংশু মহন্ত জানান তিনি ১৭ বছর ধরে প্রতিমা নির্মাণ করে চলেছেন । পাশাপাশি তিনি এও জানান তার পিতাও এর পূর্বে ৫৩ বছর সাহা বাড়ীর দুর্গা প্রতিমা নির্মাণ করেছেন।সাহা বাড়ির সদস্য কালীকৃষ্ণ সাহা জানান স্বাধীনতার প্রাক্কালে ইংরেজ আমলে তার ঠাকুমার নামে তৎকালীন পূর্ব বঙ্গে জমিদারি ছিল।সেই আমল থেকে বংশের চার পুরুষ ধরে সাহা বাড়ীতে দুর্গাপূজা হয়ে আসছে।
,সুতরাং বলা যেতেই পারে জেলার বিগ বাজেটের পূজাগুলির সঙ্গে প্রতিযোগীতায় এই পূজা পিছিয়ে থাকলেও বংশের ঐতিহ্য বহন করা সাহা বাড়ীর দুর্গাপূজা সেকেলের গরিমার আজও টুকরো চিত্র।

আরও পড়ুনঃ গ্রামের দুর্গা দেবী দেশকী  মাতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here