যৌন হেনস্থার বিরুদ্ধে সরব ছোটে নবাব সইফ

0
82

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
“২৫ বছর আগে কাজের জায়গা হেনস্থার মুখ পড়তে হয়েছে আমাকেও” বললেন সইফ আলি খান।যৌন হেনস্তা নিয়ে রীতিমতো জডিয়ে পড়েছেন বলিউডের এক এক জনপ্রিয় অভিনেতা,অভিনেত্রী থেকে প্রোডিউসারের নাম প্রকাশ্যে আসায় অনেকেই অস্বস্তিতে পড়ে গিয়েছেন।অভিযোগ পাল্টা অভিযোগে যখন তোলপাড় বলিউড,সেই সময়ে মুখ খুললেন নবাব পুত্র সইফ আলি খান।

ছবিঃ প্রতিবেদক

সইফ জানিয়েছেন, ‘আমিও হেনস্থার শিকার হয়েছি কাজের জায়গায়।২৫ বছর আগে সেই ঘটনা ঘটে আর আমার রাগ এখনও রয়েছে।অনেকেই অপরের সমস্যার কথা বুঝতে পারেন না।অন্যের যন্ত্রণা বোঝাটা কঠিন।আমি এবিষয়ে বেশি কিছু বলতে চাইনা।তবে আমার আজও রাগ হয়…আমাদের এখন মহিলাদের দিকটা দেখা উচিত।” পাশাপাশি সইফ বলেন,যা এখন হচ্ছে সেটা ঠিক হচ্ছে, মহিলাদের এভাবে এগিয়ে এসে মুখ খোলাটা উচিত। যারা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছে, তাদের শাস্তি পাওয়া উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here