মনকুঠুরির_হাল_হকীকত

0
255

মনকুঠুরির_হাল_হকীকত

সঞ্জয় সেনগুপ্ত

ঢাকার বাইতুলমুকারাম মসজিদের সামনের রাস্তাটা খুব প্রিয় আমার। অনেক ভীড় ওখানে সব সময়ই। রাস্তায় অনেক মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করছে। অনেক মানুষ বাড়ি ফেরার জন্য বাস এর অপেক্ষায় রয়েছেন। আর আমিও দাঁড়িয়ে আছি। নিস্তব্ধ। নির্লিপ্ত।
একবুক আবেগ আর তোমার চোখের দিকে নিস্পলক দৃষ্টিতে তাকিয়ে।তোমার মুখটা বাসের জানলার ভিতরে একটু একটু করে ঝাপসা হয়ে আসছে।তোমার সেই দৃষ্টি আমার অন্তর ভেদ করে বুকের গভীরতা মাপতে মাপতে এগিয়ে চলেছিল।আমার দৃষ্টি ঝাপসা হচ্ছিল ক্রমশই। একমুহূর্ত মনে হচ্ছিল আমি ছাড়া সব কিছু ধাবমান ওখানে। আমি কেমন যেন থমকে গেছি। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছিল ওটাই আমাদের শেষ দেখা।

“প্রাচ্যের কুঁড়ে ঘরে ধ্যানমগ্ন কবি
বসে ভাবে কার কথা?
নারী,তুমি ভাগ্যবতী-
তোমার জন্য রাত জাগে কবি,
কলম ঘষে শুন্য ক্ষতে;”

ফিচার ছবি সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here