নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা, সতর্ক নির্বাচন কমিশন

0
80

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

কমিশন জানিয়েছে, নন্দীগ্রামের ৩৫৫টি বুথই স্পর্শকাতর, তার জেরেই ১৪৪ ধারা জারি করা হল।একুশে বাংলার ভোটের অভিকেন্দ্র নন্দীগ্রাম। তাই নন্দীগ্রামের ভোটে বাড়তি সতর্কতা নির্বাচন কমিশনের। সুষ্ঠু ভোটের জন্য নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা।

election commission | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে এই নির্দেশ কার্যকর হবে। একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না কোথাও। নজরদারিতে মোতায়েন রয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আকাশ পথে হেলিকপ্টারেও চলছে নজরদারি।বারবারে নন্দীগ্রামে হামলা, অশান্তির অভিযোগ উঠছে।

আরও পড়ুনঃ ফের ‘হেলিকপ্টার বিভ্রাটে’ সভায় যাওয়া হল না শাহের, তীব্র কটাক্ষ ডেরেকের

একে অপরকে নিশানা করছে তৃণমূল-বিজেপি।শেষ পর্যন্ত দফায় দফায় বৈঠকের পর কমিশন নন্দীগ্রামের সব বুথকেই স্পর্শকাতর হিসাবে ঘোষণা করে। সিদ্ধান্ত নেওয়া হয় নন্দীগ্রামের প্রতিটি বুথেই ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবেন।ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে হলদিয়ার এসডিপিওকেও বদলির নির্দেশ দেওয়া হয়। নন্দীগ্রাম ৭৫% বুথে ওয়েবকাস্টিংয়ের নিয়ন্ত্রণে থাকছে। ফলে ৩৫৫টি বুথের মধ্যে ২৬৭টি বুথে লাগানো থাকছে ক্যামেরা।

এই ক্যামেরায় যে ভিডিও উঠবে সেটা সরাসরি নির্বাচন কমিশন দেখতে পাবে। প্রতিটি বুথে থাকছে একজন করে মাইক্রো অবজার্ভার।মঙ্গলবার নন্দীগ্রামে প্রচার চালানোর সময়ে আক্রান্ত হন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ভোট লুঠ হওয়ার আশংকা প্রকাশ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিজেপির অভিযোগে ভোটের ২৪ ঘন্টা আগে হলদিয়ার এসডিপিও-কে সরিয়ে দিল কমিশন

অন্যদিকে গতকালের পর আজও মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে ‘বহিরাগত’দের প্রবেশের অভিযোগ তুলেছেন। কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপিকে। কমিশনকে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানান মমতা। তার জেরেই কয়েকদফা বৈঠকের পর ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিল কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here