নিজস্ব সংবাদদাতা ,আলিপুরদুয়ারঃ
বনকর্মীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কাঠ পাচারকারীর দল। প্রায়ই রাতেই হানা দিচ্ছে জঙ্গলে। পাচার করছে মূল্যবাণ গাছ। তবে সীমিত সংখ্যক কর্মী নিয়ে হাতি তাড়ানোর পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কাঠ চোরেদের পেছনে অবিরাম ছুটছেন বনকর্মীরা। সাফল্যও পাচ্ছেন তারা।
ফের পাচার হবার আগেই একটি ছোট গাড়ি সহ লক্ষাধিক টাকার মূল্যবাণ সেগুন কাঠ উদ্ধার করল দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।
বনদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪ টা নাগাদ জাতীয় সড়ক সংলগ্ন হরিপুর মালঙ্গী রোডে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সহ ৫ টি সেগুন কাঠের গুড়ি বাজেয়াপ্ত করা হয়। বনকর্মীদের দেখে চোরাকারবারিরা গা ঢাকা দেবার ফলে কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুনঃ গরু পাচার করতে গিয়ে গ্রেফতার ২
এই বিষয়ে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা জানান, ‘ভোরে অভিযান চালিয়ে ৫ টি অবৈধ সেগুন কাঠের গুড়ি সহ একটি ছোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। তবে কাউকে আটক করা যায়নি।’ প্রসঙ্গত, পর পর তিন দিন অভিযান চালিয়ে প্রচুর সেগুন কাঠ উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বন কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584