নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মুসলমান ভেবে পিটিয়ে খুন এক মানসিক ভারসাম্যহীন প্রৌঢ়কে। এমনই অভিযোগ উঠলো মধ্যপ্রদেশের এক প্রাক্তন বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচ এলাকার। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি এক প্রৌঢ় কে জিজ্ঞাসা করছেন, তাঁর নাম মহম্মদ কিনা এবং তিনি জাবরা থেকে এসেছেন কিনা। এমনকি ওই প্রৌঢ়ের আধার কার্ডও দেখতে চান ওই ব্যক্তি।
https://twitter.com/brajeshabpnews/status/1527868559019622401?s=20&t=RLI2uQ6PATTbAtkUSuSQyQ
প্রৌঢ় উত্তর দিতে ইতস্তত করলে শুরু হয় এলোপাথাড়ি মার। আর তাতেই মারা যান ওই প্রৌঢ়। পরে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তের নাম দীনেশ কুশওয়াহা, তিনি নিমাচের বিজেপি নেত্রীর স্বামী। পরে জানা গিয়েছে দীনেশের প্রহারে মৃত প্রৌঢ়ের নাম ভবরলাল জৈন। তাঁর ভাই রাকেশ জৈন দাদার মৃতদেহ শনাক্ত করেন। দীনেশের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দীনেশ কুশওয়াহা-কে গ্রেপ্তার করেছে পুলিশ এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584