ঘরে এল নতুন সদস্য, কন্যা সন্তান জন্মানোর পর শাহির-রুচিকাকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত নেটদুনিয়া

0
157

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

বলিউডের টেলি তারকার ঘরে নতুন অতিথির আগমন। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিলেন টেলি অভিনেতা শাহির শেখের স্ত্রী রুচিকা কপূর। প্রথমবার মা-বাবা হলেন এই দম্পতি। তাই স্বাভাবিকভাবেই খুশি শাহির-রুচিকা। সম্প্রতি রুচিকার ‘বেবি বাম্প’-এর ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর, তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন রুচিকা। যদিও শাহির বা রুচিকা কেউই এখনও নতুন অতিথির আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।

Shaheer Sheikh
সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

২০২০ সিলের নভেম্বরে রুচিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহির। বেশ কয়েকদিন ধরে ভালোবাসার সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহির-রুচিকা।

আরও পড়ুনঃ ‘শেষ পাতা’র মুখ্যচরিত্রে রায়তি

শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘পবিত্র রিশতা ২’। প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এই ধারাবাহিকের প্রথম সিজনে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। দ্বিতীয় সিজনে তাঁর বদলে দেখা যাবে শাহির শেখকে। রুপোলি পর্দায় আবার ফিরছে অর্চনা-মানবের সম্পর্কের রসায়ন। এরই মাঝে শাহির-রুচিকার জীবনে এল নতুন অতিথি। কন্যা সন্তানের জন্মের পরই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here