আফরাজুলের খুনি শম্ভুলাল রেগর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রামপুর থেকে প্রার্থী

0
11708

ওয়েবডেস্কঃ

বাংলার পরিযায়ী শ্রমিক আফরাজুলের খুনি শম্ভুলাল রেগর এবার উত্তরপ্রদেশের রামপুর থেকে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ নবনির্মান সেনার প্রার্থী হচ্ছেন।

শম্ভুলাল রেগর প্রথমে আগ্রা থেকে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেও পরে বর্তমানে উত্তরপ্রদেশের রামপুর থেকে লোকসভা নির্বাচনে দাড়াচ্ছে। উল্লেখ্য এই রামপুর থেকেই  সমাজবাদী পার্টির সর্বভারতীয় সম্পাদক আজম খান প্রার্থী হয়েছেন।

২০১৭ সালে শম্ভুলাল রেগর বাংলার শ্রমিক আফরাজুলকে নৃশংস ভাবে হত্যা করে। পরে  হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেয়। মূহুর্তে ভাইরাল হয় সেই ভিডিও।  উত্তাল হয়  সারাদেশ।

উত্তর প্রদেশ নবনির্মাণ নবনির্মাণ সেনার  ফাউন্ডার সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে জানান যে শম্ভুলালের প্যারোলে মুক্তির  আবেদন করা হয়েছে। এই সংগঠন আখলাক ও জুনেদ  খানের হত্যাকারীদেরও লোকসভা নির্বাচনে দাঁড় করাচ্ছে ।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here