নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটল দেশের দুই রাজ্যে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের পর এবার গুজরাত ও পাঞ্জাবে ঘটল এমন ঘটনা। আজ, শুক্রবার সাতসকালে আহমেদাবাদের কুবেরনগর এলাকার একটি শপিং কমপ্লেক্সের দোতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
পাশাপাশি, ইতিমধ্যেই ২ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এখনও উদ্ধার কাজ চলছে।
আরও পড়ুনঃ ৩৭০ অবলুপ্তি, করোনা ধাক্কায় বিপর্যস্ত কাশ্মীরের পর্যটন শিল্প
অন্যদিকে, পাঞ্জাবর অমৃতসরে ভেঙে পড়ল বাড়ি একংশ। বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৪ জনকে। গুরুতর জখম অবস্থায় তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584