নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সম্পর্কের গল্প নিয়ে হাজির দীপান্বিতা সেনগুপ্ত পরিচালিত শর্ট ফিল্ম ‘বাইলেন’। ‘বাইলেন’-এ বর্ণিত সম্পর্ক একটু অন্য খাতে বয়ে চলে। দুজন মানুষ একে অপরের সঙ্গে অনেকদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু নিজেদের মধ্যে ইগোর লড়াই, আচরণগত সমস্যা, ভুল বোঝাবুঝি, ওভার পজেসিভনেস, টেকেন ফর গ্রান্টেড— এই শব্দগুলি জারি থাকে সবসময়।
একসময় এগুলির দ্বারাই তাদের সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। সমস্যা যখন আছে তখন তার সমাধানও আছে। আর সেই সমাধান সামাজিক বার্তা দিয়ে যায়। কী সেই সমাধান? জানতে হলে দেখতে হবে ছবিটি। ইউটিউবে রিলিজ করেছে ছবিটি।
মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার এবং পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত স্বয়ং। এ ছাড়াও রয়েছেন কাজী নিজামুদ্দিন, কাঞ্চন দাস।
প্রসঙ্গত, ‘বাইলেন’ হল দীপান্বিতা পরিচালিত চতুর্থ ছবি। এর আগে তিনি বানিয়েছেন ‘আজ সারাদিন’, ‘নিয়ম ভঙ্গ’, ‘বিকাশ পর্যায়’। ‘আজ সারাদিন’ পেয়েছে ছয়টি পুরস্কার৷ অন্যান্য ছবিগুলিও প্রশংসিত এবং পুরষ্কৃত হয়েছে।
‘অফ দ্য স্পেকট্রাম’ প্রযোজিত এই ছবি ইতিমধ্যেই প্রশংসিত নানা মহলে। শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। এই ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন পরিচালক-অভিনেত্রী দীপান্বিতা স্বয়ং। গানও গেয়েছেন তিনিই।
আরও পড়ুনঃ বড় পর্দায় পা সোলাঙ্কির, বিপরীতে যিশু
সম্প্রতি এই ছবির প্রিমিয়ার হয়ে গেল কলকাতার এক ঝাঁ চকচকে হোটেলে। হাজির ছিলেন ছবির সঙ্গে যুক্ত সকল কলাকুশলী ছাড়াও বহু বিশিষ্টজন।
হাজির ছিলেন প্রথিতযশা অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, পণ্ডিত মল্লার ঘোষ বহু বিশিষ্টজন। এদিন সম্মানিত করা হয় মাধবী মুখোপাধ্যায়কে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584