নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দুই জন সংযোগ আধিকারিকের ভাবনায় এবং উদ্যোগে গড়ে উঠল আস্ত একটি স্বল্প দৈর্ঘের ছবি। ছবির নাম ‘এবং আমি’। গল্প লিখেছেন রণজিৎ দে। ভাবনা এবং সহ পরিচালনায় সুদীপ যাদব। সম্প্রতি লঞ্চ হয়েছে ছবির পোস্টার। সেখানে দেখা যাচ্ছে দুটি চরিত্রকে। সেই দুটি চরিত্রে রয়েছেন অনুভব কাঞ্জিলাল এবং পূজারিণী ঘোষ।
গল্প সম্বন্ধে সেভাবে কিছুই জানা যায়নি এখনও অবধি।ছবির সঙ্গীত পরিচালক সৌম্য ঋত। অডিও প্রোওডাকশনে শমিক গুহ রায়। সম্পাদনায় শুভ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন করেছেন শুভব্রত। কালার কারেকশনে অরিন্দম দে। গ্রাফিক্স করেছে ‘ছায়াছবি’।
প্রসঙ্গত, রণজিৎ এবং সুদীপ দুজনেই জন সংযোগ আধিকারিক পেশায় নিযুক্ত দীর্ঘদিন ধরে। এবার ভূমিকা বদল। দুজনেই অসামান্য সৃজনশীল। আর তারই ফসল ‘এবং আমি’। রণজিৎ লেখালিখি করেন নিয়মিত। পাশাপাশি চলচ্চিত্র সমালোচকও বটে।
আরও পড়ুনঃ শর্ট ফিল্ম ‘ডায়ালিং’
এবার একেবারে অন্য রকমের চমক নিয়ে হাজির হলেন তিনি ও তাঁর বন্ধু সুদীপ। সুদীপ কম-বেশি অভিনয়ও করেন। সর্বক্ষেত্রে জীবনের এই আমূল পরিবর্তনের দিনে তা হলে কি ইন্ডাস্ট্রি পেতে চলেছে আরও দুই নতুন পরিচালককে? সময় বলবে সেই কথা।
খুব শীঘ্রই ‘টিভিওয়ালা মিডিয়া’ প্ল্যাটফর্মে আসবে ‘এবং আমি’ ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584