সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রমজান মাস ব্যাপী বৈষ্ণোদেবীতে সেহরি-ইফতার

0
139

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরল বৈষ্ণদেবী তীর্থস্থান  কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাস ব্যাপী কাটরার আশীর্বাদ ভবনে কোয়ারেন্টাইনে থাকা প্রায় ৫০০ মুসলিমের সেহরি ও ইফতারের ব্যবস্থা করে আসছে শ্রী মাতা বৈষ্ণোদেবী তীর্থস্থান কর্তৃপক্ষ।

হচ্ছে রান্নাবান্না (ছবি সৌজন্যে: হিন্দুস্থান টাইমস)

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক রিপোর্ট সূত্রে জানা গেছে যে কাটরার আশীর্বাদ ভবনকে মার্চ মাস থেকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে। বৈষ্ণোদেবী বোর্ডের সিইও রমেশ কুমার জানান যে আশীর্বাদ ভবনের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজন বেশিরভাগ পরিযায়ী শ্রমিক । তারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতো। স্পেশাল শ্রমিক ট্রেন ও বাসে করে তাদেরকে উধমপুর শহরে নিয়ে যাওয়া হয়।সেখান থেকেই নিয়ে আসা হয় এই কোয়ারেন্টাইন সেন্টারে। উধমপুর থেকে কাটরার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।

ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

বোর্ডের সিইও রমেশ কুমার জানান যে আশীর্বাদ ভবনের ৫০০  শ্রমিক রোজা রাখছেন। তাই তাদের রমজান মাসব্যাপী সেহরি ও ইফতারের ব্যবস্থা করে আসছে বৈষ্ণোদেবী কর্তৃপক্ষ।

আরও পড়ুন:বৈষ্ণোদেবী তীর্থযাত্রায় আটকদের হোটেল থেকে বের না করে দেওয়ার নির্দেশ আদালতের

শ্রী মাতা বৈষ্ণোদেবী ধর্মপ্রাণ হিন্দুদের অন্যতম তীর্থস্থান ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here