নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
রবিবারের প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরা।বাঁকুড়া সদর শহরের উপকণ্ঠে এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি।
এদিনের পূজা অনুষ্ঠানে তার সঙ্গী ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ খাঁ। তৃণমূল নেত্রী দিন কয়েক আগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে শ্যামল সাঁতরা নাম ঘোষণার পর থেকে দেওয়াল লিখন শুরু করেছিলেন জেলা সভাপতি অরূপ খাঁ।
আরও পড়ুনঃ কর্মসংস্থানের দাবীকে গুরুত্ব দিয়ে ভোট প্রচারের সূচনা
এদিন প্রার্থী কে সঙ্গে নিয়ে ওই লোকসভা কেন্দ্রে দলীয় প্রচার শুরু করেন তিনি।প্রচার অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।রবিবার ছুটির দিন সাত সকালে সুতির সাদা পাঞ্জাবি পাজামা পরে গলায় দলীয় উত্তরীয় লাগিয়ে মন্দিরে পূজা দেব শ্যামল সাঁতরা ও তার অনুগামীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584