সিবগাতুল্লাহ আজ ইতিহাসে ৭৩ পেয়েও নিজে ইতিহাসে

0
531

শুভময় সেন, নিউজফ্রন্টঃ-

এরকম পরিস্থিতির মুখোমুখি মনে হয় খুব কম বাবাকেই হতে হয়েছে।ছেলের আজ রেজাল্ট হল।কিন্তু সেই রেজাল্ট নেওয়ার জন্য ছেলেই অনুপস্থিত। কারণ, সিগবাতুল্লাহ আজ মাধ‍্যমিকে ইতিহাসে ৭৩ পেয়েও নিজে ইতিহাসে।

মাধ্যমিক পরীক্ষা দেবার কিছুদিন পরই আসানসোলের ইমাম ইমদাদুল্লাহ রশিদির ছেলে সিবগাতুল্লাহ রশিদি নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজির পর উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত মৃতদেহ। অভিযোগ ওঠে আসানসোলে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যেই নৃশংস ভাবে খুন করা হয় সিবগাতুল্লাহকে। কিন্তু ছেলের মৃতদেহ সামনে রেখেও  শান্তির বার্তা দিয়ে নজির গড়েন আসানসোলের ইমাম রশিদি।বক্তব্যের মাধ্যমে সেদিন উত্তেজিত জনতাকে শান্ত করা ও দাঙ্গাবাজদের চক্রান্তকে ব‍্যার্থ করার তাঁর যে প্রচেষ্টা ছিল ,তা ইতিহাসে বিরল।

আজ সেই ইমামের মৃত পূত্রের মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে। মৃত সিবগাতুল্লাহ ইংরেজিতে পেয়েছে ৬১,অংকে ৪০, ভৌত বিজ্ঞানে ৪৫, জীবন বিজ্ঞানে ৫৭,ভূগোলে ৬৫ এবং ইতিহাসে ৭৩ ।মোট ৪১২।

তিনি নিউজফ্রন্ট প্রতিনিধিকে কাঁপা কাঁপা গলায় জানান,” ছেলে তো ভালোই রেজাল্ট করেছে।কিন্তু আজ তো সে নিজেই নেই!” পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে যেভাবে তিনি সাবলীলভাবে কথা বলে চললেন তা দেখে  মনে হল সিবগাতুল্লাহ ইতিহাসে ৭৩ পেয়ে ইতিহাস হয়ে যায়নি, তার বাবা ইমাম রশিদিই আজ এক জীবন্ত ইতিহাস-এখনো কর্ত্তব‍্যে অনড়, শান্তির দূত।

(ছবি-সিয়াসত ডেলি)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here