অ্যাসিড আক্রমনের প্রতিবাদে মৌন মিছিল পড়ুয়াদের

0
37

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গত সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুপা গ্রামে দুই স্কুলছাত্রী অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলুই টিউশন পড়ে বাড়ি ফেরার পথে কে বা কারা তাদের উপর অ্যাসিড ছোঁড়ে। এরপরেই অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলুই দু’জনকেই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Silent procession of students for protest against acid attack | newsfront.co
প্রতিবাদ। নিজস্ব চিত্র

বর্তমানে ছাত্রী অর্পিতা খাঁয়ের মুখ ও চোখ অত্যন্ত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দলুই দু’জনেই দাসপুর এলাকার পুরসুরী উচ্চ মাধ্যমিক স্কুলের ক্লাস নাইনের ছাত্রী। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার পুরসুরী উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল শিক্ষকগণ এক মৌন মিছিল করে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, যেভাবে স্কুলের দুই ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা চলেছিল তারই বিরুদ্ধে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই ধরনের ঘটনা আগামী দিনে যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে।

আরও পড়ুনঃ টিউশন পড়ে ফেরার পথে অ্যাসিড আক্রমণের শিকার স্কুল পড়ুয়া

অন্যদিকে চিকিৎসাধীন অর্পিতা খাঁ ও সুপ্রিয়া দোলুই খুব তাড়াতাড়ি তারা যেন সুস্থ হয়ে যায় এবং পুনরায় তারা স্কুলে আছে এমনই বক্তব্য দেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here