নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ইদানিং শরীরচর্চায় মন দিয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। এই সময়ে দাঁড়িয়ে কম বেশি শরীর চর্চা করা সকলের জন্যই প্রয়োজনীয়। তাই নিজেকে ফিট রাখতে ইমন নিয়মিত শরীর চর্চা করেন। তাতেও যে নেটিজেনের হাত নিসফিস করবে কে জানত। দুম করে এক অশ্লীল মন্তব্য লিখে বসেছেন এক নেট নাগরিক। যা ধর্ষণের হুমকির সমান।

শুক্রবার যোগাসনের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইমন। কমেন্ট বক্সে অনেকেই বাহবা দিয়েছে। তার মধ্যে এক জন করে বসেছেন অশালীল মন্তব্য। সেই মন্তব্যের রেশ টেনে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ব্যক্তির মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইমন এবং তাঁর অনুরাগী এবং অনুগামীরাও।


গায়িকা নিজেও চুপ করে বসে নেই। তাঁর উদ্দেশ্যে ছোড়া অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন তিনি। ব্যক্তিটির প্রোফাইল খুঁজে জানা গেছে, ওই ব্যক্তি বাংলাদেশের সিলেটের বাসিন্দা।
আরও পড়ুনঃ এক একলা মা ও তার মেয়ের গল্প
ব্যক্তির এহেন আচরণে পুলিশের কাছে অভিযোগ জানানোর পরিকল্পনা করেছেন বাংলাদেশবাসী নেটাগরিকরাও।
ইমনের ভয়, এ তো শুধু আমাকে নিয়ে বলা হচ্ছে তা নয়, সমস্ত নারীজাতির প্রতি এই ধরনের মন্তব্য বা হুমকি আসতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584