প্রয়াত বিশিষ্ট গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর

0
127

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

বিনোদন জগতে আবারও নক্ষত্রপতন। প্রয়াত হলেন বিশিষ্ট গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

Sakti Thakur | newsfront.co
শক্তি ঠাকুর

গতকাল রবিবার ম্যাসিভ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন তাঁর বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। বাবার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন মেয়ে মেহুলি। ফেসবুক পোস্টে তাঁর পিতৃহারার যন্ত্রণা ধরা পড়েছে।

মেহুলি নিজের তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘আমার বাবা….আর নেই…নেই…ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট…..কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল…. আমার বাবা…..কিচ্ছু করতে পারলাম না……’।

আরও পড়ুনঃ রাজ চক্রবর্তীর নামে ভুয়ো প্রোফাইল! অভিনয়ে সুযোগের টোপ, ধৃত ৩

বাবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শোকাহত মেহুলি ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়….জীবনে কোনওদিনও শ্মশানে আসিনি….আজ সবই জীবনে প্রথম বার……বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন……তুমি কি কোনওদিনও কোনও পাপ করোনি বাবা?…..নইলে এভাবে দু’ঘন্টার মধ্যে কে চলে যায়?

আরও পড়ুনঃ সন্ধ্যাতারার জন্মদিন

“ধুর আর ভাল্লাগছেনা” বলে চলে গেলে……সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকাবকি করতাম……আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?…..আমি তো তোমার কার্বন কপি….আমিও তোমারি মত তাড়াহুড়ো করে চলে যাব দেখো………কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম…..।’

বহু বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপশি প্লেব্যাকও করেছেন শক্তি ঠাকুর। তাঁর ছোট মেয়ে মোনালী ঠাকুরও সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নাম। করোনা পরিস্থিতিতে মোনালী আটকে পড়েছেন সুইৎজারল্যান্ডে। তাই বাবাকে শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি তিনি। শক্তি ঠাকুরের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here