শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে ভর্তির দাবিতে বিক্ষোভ গণঅবস্থান শুরু করেছে ছাত্রছাত্রীরা। মঙ্গলবার ছাত্রছাত্রীরা ভর্তির দাবীতে সকাল ১০ টা থেকে বিক্ষোভ গণঅবস্থান চালাতে থাকে। ছাত্র ছাত্রীদের দাবী ভর্তির সুনিশ্চিত লিখিতপত্র না পাওয়া পর্যন্ত তাদের এই ধরনের বিক্ষোভ গণঅবস্থান চলবে। বিক্ষোভকারীদের অন্যতম ছাত্র সায়ন সাহা কৌশিক পাল অপর্ণা রাজবংশী প্রমুখ জানালেন যে,তারা উচ্চমাধ্যমিক পাশ করার পরে ভর্তি হতে পারছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক পাশ করা ছাত্রছাত্রীকে কলেজে ভর্তি হবার সুযোগ পাবে কিন্তু আদৌ সেসব কিছুই হচ্ছে না বিভিন্ন কলেজে। উচ্চমাধ্যমিক পাশ করার পরে তারা যদি ভর্তি হতে না পারেন তাহলে তাদের পড়াশোনার সুযোগ আর থাকবে না ভবিষ্যতে কি করবেন কী করে বেঁচে থাকবেন এইরকম অভিযোগের পর অভিযোগ জানালেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা। এদিন প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী নবদ্বীপের বিদ্যাসাগর কলেজ কম্পাউন্ডে বিক্ষোভ দেখাতে থাকেন।
ছাত্রছাত্রীদের আরও অভিযোগ অনলাইনে ভর্তির ব্যাপার নিয়েও চলছে নানান ধরনের দুর্নীতি। বিক্ষোভে অংশ নিয়ে ছাত্র-ছাত্রীদের একটাই দাবী তারা পড়াশোনা করতে চাইছে এবং তাদের ভর্তির ব্যাপারে সুনিশ্চিত করতে হবে রাজ্যের শিক্ষাদপ্তর কে। ভর্তির ব্যাপারে সুনিশ্চিত পত্র না পাওয়া পর্যন্ত তাদের এই ধরনের গণঅবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা।
অরাজনৈতিকভাবে সংঘটিত ছাত্রছাত্রীদের এই ধরনের বিক্ষোভ গণঅবস্থান ঘিরে কলেজ তোলপাড়। যদিও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিক্ষোভের নামে তারা কলেজে ভাঙচুর চালিয়েছে ।যদিও এ অভিযোগ তারা অস্বীকার করেছে।
তবে কলেজে এদিন অধ্যক্ষ ছিলেন না উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অখিল সরকার। তিনি ছাত্রছাত্রীদের বিক্ষোভ গণঅবস্থান সম্পর্কে কোনো কথা বলতে চাননি।ভর্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বিক্ষোভ ও গণ অবস্থান জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584