শ্যামল রায়,নবদ্বীপঃ
দীর্ঘদিন যাবৎ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন গঙ্গা থেকে চলছে অবৈধ মাটি পাচার।একশ্রেনীর ট্রাক্টর মালিকগোষ্ঠী এই কার্যকলাপের সাথে যুক্ত। স্থানীয় পুলিশ ও প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন ধরে চলছে এই কারবার।মহিশুরা গ্রাম পঞ্চায়েতের অধীন এই এলাকাটি থেকে মাটি কাটার বিনিময়ে সরকার রাজস্বখাতে কোন অর্থ পায় না।যাতে এই অবৈধ এবং অবৈজ্ঞানিক ভাবে মাটি কাটা বন্ধ হয় সেই কারনে স্থানীয় বাসিন্দারা সরব হলেও কাজের কাজ কিছু হয়নি বলেই জানিয়েছে সাধারণ নাগরিক।এই কাজের সাথে যুক্ত ব্যক্তিরা সরকারি দলের সমর্থক বলে,প্রশাসনের এই হিরন্ময় নীরবতা বলেই মনে করছেন অধিকাংশ নাগরিক।
এই ট্রাক্টর ভর্তি মাটি পাঁচশো থেকে বারোশো টাকা পর্যন্ত দরে বিকোচ্ছে।কিন্তু মাটি কাটা বন্ধ না হলে একদিকে গৌরাঙ্গ সেতুর ক্ষতির আশঙ্কার পাশাপাশি গঙ্গার পাড় ধ্বসে গিয়ে বসত বাড়ি থেকে চাষের জমি সবই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।স্থানীয় প্রশাসন যদিও জানিয়েছেন যে,বিষয়টি আমরা দেখছি,মাঝে মধ্যে ট্রাক্টর আটক অভিযান চালিয়ে মাটি কাটার নিষেধের বার্তা দেওয়া হয়।আগামীতেও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584