ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
২০ই এপ্রিল থেকেই বিভিন্ন ই-কমার্স সাইট থেকে কেনা যাবে মোবাইল, টিভি, ফ্রিজ প্রমূখ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি।
সংবাদমাধ্যম পিটিআই সূত্রে জানা গেছে যে লকডাউনের মাঝেই ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিল প্রমূখ ই-কমার্স সংস্থা থেকে মোবাইল টিভি ফ্রিজের মত বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী কেনা যাবে।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন জারি রাখার ঘোষণা করেন। তার পরদিনই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি হয় নির্দেশিকা। সেই নির্দেশিকায় বলা হয় পরিস্থিতি খতিয়ে দেখে ২০ই এপ্রিল থেকে আন্তরাষ্ট্রীয় পরিবহন, ই-কমার্স, আইটি, কৃষিকাজ, কৃষি বিপণন, কিছু নির্দিষ্ট শিল্প ও ডিজিটাল অর্থনীতিতে আংশিক বা পুরো ছাড় দেওয়া হবে।
Mobile phones, televisions, refrigerators, laptops and stationary items will be allowed to be sold through e-commerce platforms like Amazon, Flipkart and Snapdeal from April 20 during lockdown: Officials
— Press Trust of India (@PTI_News) April 16, 2020
সেই ঘোষণা মতই ই-কমার্স সংস্থাগুলিকে ছাড় দেওয়া হল।জানা গেছে ই-কমার্স সংস্থাগুলির ডেলিভারির জন্য প্রয়োজনীয় ভ্যান গুলিকেও নির্দিষ্ট কর্তৃপক্ষ পরিবহনের জন্য ছাড় দেবে।
উল্লেখ্য এতদিন পর্যন্ত ই-কমার্স ওয়েবসাইট গুলো শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য বিক্রি করতে পারছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584